গোপালগঞ্জে খননযন্ত্র বহন করা লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে গাড়ি দুটির সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অ্যাম্বুলেন্সচালক মমিন (৪০) রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালপাড়া এলাকার গুলজার খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই চা খাওয়ার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা সাত-আটজন দৌড়ে গিয়ে দেখি সড়কে অ্যাম্বুলেন্স ও ভেকুবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স ও লরি ছিটকে পড়ে আছে। আমাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। আমরা অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে আহতদের উদ্ধার করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে।’