হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ঘরে ঢুকে যুবককে হাত-পা বেঁধে হত্যা, মালামাল লুট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে ঘরের আসবাব ভাঙচুর করে দামি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতঘরে ঢুকে পিয়াস মজুমদার (২২) নামের এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ঘরের আসবাব ভাঙচুর করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিয়াসের বাবা পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক। পিয়াসের মা একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তাঁর ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার বলেন, ‘দুর্বৃত্তরা পিয়াস মজুমদারের হাত-পা বেঁধে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে। খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াসকে হাসপাতালে পাঠাই। খোকনের ঘরের সব আসবাব ভাঙচুর এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিই।’

কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পিয়াস নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন