হোম > সারা দেশ > গোপালগঞ্জ

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় (জিআর ৩৮৪ / ২৪) আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে চিকিৎসক ফারুক আহমেদকে শুক্রবার রাতে হাসপাতালের কোয়ার্টার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এমএ আলম সেলিম আজকের পত্রিকাকে বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় আদালত আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর জরুরি বিভাগের রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই তারিখে হাজির না হওয়ায় পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

পরবর্তী তারিখে হাজির না হওয়ায় ওই চিকিৎসককে কারণ দর্শাতে নোটিশ করা হয়। নোটিশের জবাব না দেওয়ায় ১৯ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন