গোপালগঞ্জের কাশিয়ানীতে বিল্লাল কাজী (২৪) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফসলি গ্রামের একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিল্লাল ওই গ্রামের খায়ের কাজীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাচাতো ভাই রাহিম কাজীর সঙ্গে ট্যাটা দিয়ে ফলসি খালে মাছ শিকারে যান বিল্লাল। রাত ৩টার দিকে রাহিম বাড়িতে ফিরলেও বিল্লাল মাছ ধরার জন্য থেকে যান। ভোরে পথচারীরা ওই খালপাড়ে লাশ পড়ে থাকতে দেখে বিল্লালের বাড়িতে খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে বিল্লালের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এই পরিদর্শক আরও জানান, প্রতি রাতেই ট্যাটা দিয়ে মাছ শিকারে যেতেন বিল্লাল।