হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় দোকান বন্ধ ব্যবসায়ীদের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই কর্মসূচি পালন করা হয়। 

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন। 

উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, ‘আমি সকালে ঘাঘর বাজারে চাল-তেলসহ সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সব দোকান বন্ধ। জানতে পারলাম দুপুর ১২টার পর এসব দোকান খুলবে। এ সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।’ 

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনো ব্যবসায়ীকে চাপ দিইনি। সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।’

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা