হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় দোকান বন্ধ ব্যবসায়ীদের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই কর্মসূচি পালন করা হয়। 

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন। 

উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, ‘আমি সকালে ঘাঘর বাজারে চাল-তেলসহ সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সব দোকান বন্ধ। জানতে পারলাম দুপুর ১২টার পর এসব দোকান খুলবে। এ সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।’ 

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনো ব্যবসায়ীকে চাপ দিইনি। সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।’

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা