হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাক চাপায় ঠিকাদার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রাম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠিকাদারের নাম নুরু শিকদার (৫০)। তিনি গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। তিনি জেলার প্রথম শ্রেণির ঠিকাদার।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন নুরু। মোটরসাইকেলটি বেদগ্রাম গোল চত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠতেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থল নিহত হন। বাবু গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন