জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। ভেঙে ফেলা ব্যানার, ফেস্টুন ও ইটপাটকেলের ধ্বংসস্তূপের চিহ্ন আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের রাস্তায় দেখা গেছে। এদিকে জীবিকার তাগিদে প্রশাসনের ডাকা কারফিউতেই বাড়ি থেকে বের হন কিছু মানুষ। তবে সন্ধ্যার পর থমথমে পরিবেশ বিরাজ করছে। দু-একটা রিকশা-ভ্যান চলাচল করলেও শহরের প্রায় সব দোকানপাট বন্ধ। শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতিও দেখা যায়। ছবি: সরদার রনি