ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেছেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। যতটুকু তথ্য ছিল, সে অনুযায়ী প্রস্তুতি ছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তিন ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এর আগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি থাকবে।