হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কপাল পোড়া গুষ্টি চোর-ডাকাতকেই ক্ষমতায় বসায়: ফয়জুল করীম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

আর কোনো ফ্যাসিবাদের জায়গা এ দেশে হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম অর্থ সবই গরিবদের জন্য। কিন্তু এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানে না। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদের ক্ষমতায় বসায়।

আজ শনিবার শহরের পৌর পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা গরিব-দুঃখী মেহনতিদের জন্য কাজ করে তাদের ওরা পছন্দ করে না। আমি বিশ্বাস করি, যদি ইসলামি অর্থনীতি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশ দারিদ্র্যসীমার ওপরে চলে যাবে।

মানবতা, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশ ভালো থাকবে, সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে।

নির্বাচন সম্পর্কে ফয়জুল করীম বলেন, সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। সবকিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামী বাংলাদেশ।

মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন