হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন বেপারী, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর আফসার উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন যুবরাজ, রফিকুল ইসলাম বেপারী, কাজী সালাউদ্দিন পিন্টু, সেলিম খান, আতিকুর রহমান মিলন, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব, যশোর-৫ আসনের সংসদ সদস্য হাফেজ মো. ইয়াকুব আলী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি