হোম > সারা দেশ > ফরিদপুর

ট্রাফিক ইন্সপেক্টরের সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ, ৬ কোটির বাড়ি দুদকের দখলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের সাবেক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা মোট সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২০ অক্টোবর) সম্পদ ক্রোকের বিষয়টি আজকের পত্রিকাকে জানান দুদকের ফরিদপুর জেলার একজন কর্মকর্তা।

দুদকের একটি সূত্র জানায়, ক্রোক করা ভবনে দুদকে রিসিভার নিয়োগ করে বিজ্ঞ আদালতের আদেশে করেন। আদেশ পাওয়ার পর বাড়ীর দখল বুঝে নেয়ার কাজ শুরু করে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ইনভেন্টরী করে সোমবার বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলে জানায় সূত্রটি। 

গত ১৬ অক্টোবর এ দম্পত্তির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক ইমরান আকন। 

দুদকের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে থাকা গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী এলাকার ৬ কোটি টাকা মূল্যের একটি ৬ তলা বাড়ি জব্দ করা হয়েছে। 

এছাড়া তুহিন লস্করের নামে থাকা ঢাকার মিরপুর বিজয় রাকিন সিটি প্রজেক্টে অবস্থিত ১ কোটি ২৮ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। 

এর আগে গত ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়। এ নিয়ে এই দম্পত্তির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। 
 
অন্যদিকে স্ত্রী জামিলা পারভীর কুমকুমের ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২টি আলাদা ব্যাংক হিসাবে প্রায় ৮০ লাখ টাকা ও একই ব্যাংকে তুহিন লস্করের হিসাবে থাকা ২৬ লাখ ৪৮ হাজার টাকা যা ক্রোক করে দুদক। 

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও এসব অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি জামিলা পারভীন। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে তার নামে জমি রয়েছে বলে জানায় সূত্রটি।

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা