হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের আগমন ঠেকাতে সড়ক অবরোধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জে আগমন ঠেকাতে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জে আগমন ঠেকাতে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে কোটালীপাড়া উপজেলার অবদার হাট ও নাগরা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন। লাঠিসোঁটা হাতে নিয়ে হাজারো নেতা-কর্মী সড়কে অবস্থান নেন বলে জানা গেছে। এর ফলে গোপালগঞ্জ-পয়সারহাট-কোটালীপাড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থানের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়ীয়া বলেন, ‘গোপালগঞ্জের মাটিতে কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার ওপর দিয়ে গোপালগঞ্জে যেতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আপনারা আমাদের ভাই। আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে অবৈধ ইউনূস সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না।’

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সড়ক অবরোধ ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, তাই এখনই প্রতিরোধে গেলে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে তাঁরা আপাতত শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।’

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত