হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে যায়। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) এবং একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম বলেন, একটি ইজিবাইক যাত্রী নিয়ে মুকসুদপর উপজেলার গেড়াখোলা থেকে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি মহাসড়কের দাসের হাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম নামের এক বৃদ্ধা নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মো. হায়াত আলী নামের আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা খুলনা-মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। 

এ দুর্ঘটনায় আহতরা হলেন—ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন