গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে যায়। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) এবং একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)।
এ দুর্ঘটনায় আহতরা হলেন—ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।