হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় জ্ঞানের আলো সেলুন পাঠাগার উদ্বোধন 

কোটালীপাড়া প্রতিনিধি, (গোপালগঞ্জ)

`এসো আলোকিত মানুষ হই' স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদ্বোধন করা হলো দুটি সেলুন পাঠাগারের। আজ সকালে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলার রামশীল ও ত্রিমুখী বাজারের দুটি সেলুনে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের কৃতী সন্তান ও দিনাজপুর কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস। 

প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, `বই পড়ার মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি হয়। বই পড়া এখন শুধু অবসরে বিনোদনের মাধ্যম নয়, বরং এটি এখন আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। দুশ্চিন্তা ও শারীরিক যন্ত্রণা আমাদের কর্মস্পৃহা ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বই হতে পারে অন্যতম নিয়ামক।'

বিশেষ অতিথির বক্তব্যে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, `আমাদের জীবসত্তা জাগ্রত থাকলেও মানবসত্তা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে হবে। নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় তাদের ঘণ্টাখানক অপেক্ষা করতে হয়। এই সময়টুকু যেন বই পড়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যে কোটালীপাড়া উপজেলার সব এলাকায় সেলুন পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে জ্ঞানের আলো পাঠাগার।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মলয় বালা, রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা, টিম লাইফ সাপোর্টের টিম লিডার শান্ত দাস, সরফুজ্জামান দাড়িয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন