হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বকনা বাছুর না পেয়ে ফিরে গেলেন অর্ধশত জেলে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলেদের মধ্যে বিতরণের জন্য বকনা বাছুর আনা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বকনা বাছুর না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অর্ধশতাধিক জেলে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়। তবে ১২০ জেলেকে ১২০টি বকনা বাছুর বিতরণের কথা থাকলেও সবাই তা পাননি।

দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের বকনা বাছুর দেওয়া হচ্ছে। মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের এই বাছুর দেওয়া হয়। স্মার্ট ডিজিটাল টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান এই বাছুর সরবরাহ করেছিল। কিন্তু ১২০টি বকনা বাছুরের মধ্যে ৬৫টির ওজন ৮০ কেজির নিচে হওয়ায় সেগুলোকে বিতরণ না করে ফেরত দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি।

বকনা বাছুর নিতে আসা উপজেলার শ্রীরামপুর গ্রামের জেলে আব্দুর রফ হাওলাদার বলেন, ‘উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে একটি বকনা বাছুর দেওয়ার কথা ছিল। কিন্তু বকনা বাছুরের ওজন ৮০ কেজির নিচে হওয়ায় তারা আমাকে তা দেয়নি। নতুন করে বকনা বাছুর আসার পরে আমাকে দিবে বলে জানিয়েছে মৎস্য অফিস।’

স্মার্ট ডিজিটাল টেকনোলজি প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকে এ উপজেলার ১২০জন জেলের মাঝে বিতরণের জন্য ১২০টি বকনা বাছুর এনেছিলাম। ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির নিচে হওয়ায় সেগুলো বিতরণ করা হয়নি। কয়েক দিনের মধ্যে ৮০ কেজি ওপরে এই ৬৫টি বকনা বাছুর এনে বিতরণ করব।’

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ বলেন, এ উপজেলার দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১২০ জন জেলেকে ৮০ কেজি ওজনের ১২০টি বকনা বাছুর দেওয়ার কথা ছিল। কিন্তু ৬৫টি বকনা বাছুর ওজনে কম হওয়ায় সেগুলোকে বিতরণ না করে ফেরত দেওয়া হয়েছে। স্মার্ট ডিজিটাল টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান এই বকনা বাছুর সরবরাহ করেছিল। কয়েক দিনের মধ্যে এই প্রতিষ্ঠান নতুন করে ৬৫টি বকনা বাছুর সরবরাহ করবে। এই বকনা বাছুর আসার পরে বাকি জেলেদর মাঝে বিতরণ করা হবে।

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত