হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।

জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ফারুক বিষয়টি জানান তার শ্বশুর, মাঝবাড়ি গ্রামের আলিনুর দাড়িয়াকে। পরবর্তীতে আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুলের কাছে টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সকাল থেকেই দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে যৌথবাহিনী গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। ছবি: আজকের পত্রিকা

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত