হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বিরল রোগে আক্রান্ত কিশোরের চিকিৎসার দায়িত্ব নিল সমাজসেবা অধিদপ্তর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন। 

বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা। 

মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’ 

বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’ 

কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’ 

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন