গোপালগঞ্জ জেলায় আগামীকাল শুক্রবার কারফিউ শিথিল ৩ ঘণ্টার জন্য শিথিল থাকবে। আজ বৃহস্পতিবার বিকেলে পুনরায় কারফিউ জারির আদেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। মাঝে দুপুর ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ৩ ঘণ্টা শিথিল রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ বিকেল ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দুপুর ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।