হোম > সারা দেশ > গোপালগঞ্জ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় গোপালগঞ্জে ৪৬ জন বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করায় গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন। 

৪৬ জনের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশপাশি ৬ শিক্ষার্থীকে শুধু বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে সাজা দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৪৬ পরিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে এক মাস, ২ জনকে ২০ দিন, ২ জনকে ১০ দিন ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা ও ৬ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে যথাক্রমে ১০ দিন ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শাসছুল আরেফীন জানান, গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ৪৬ জন ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ব্যবহারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৮৮ ধারায় পরীক্ষার্থীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ জনকে শুধু বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৫ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৯১২ জন।

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে