হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার-ইজিবাইক সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস, প্রাইভেট কার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চর প্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মোল্লাদি গ্রামের সাহেব আলী (৫০) ও তাঁর ভাতিজা রাজীব শেখ (২২)। তবে দুর্ঘটনায় আহত সবার পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এম এ নোমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মুকসুদপুরের চরপ্রসন্নদি এলাকায় পৌঁছালে ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকটি বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাস ও প্রাইভেট কার রাস্তার পাশে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের চালক রাজীব। আহত ৯ জনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসআই আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে সাহেব আলী, জান্নাতি ও হাবিবাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সাহেব আলীর অবস্থা খারাপ হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর মৃত্যু হয়।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন