হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জ কারাগারে হামলার ঘটনায় মামলা, আইনজীবী–নেতাসহ আসামি ১১৬১

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের অবস্থা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতনামা আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে। তবে বেশ কয়েকজন আসামির নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, আইনজীবী মুন্সি আতিয়ার রহমান, জয়ন্ত কুমার চক্রবর্তী, সাদিদ বিপ্লব, কালিমুল্লাহ, দেলোয়ার হোসেন সরদার, এস এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, এনামুল হক ডাবলু, এস এম মুনির হিটলার ও ইকবাল হোসেন।

তবে ঘটনার সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের খাস কামরায় অভিযুক্ত আইনজীবীরা অবস্থান করছিলেন বলে দাবি এম এম নাসির আহমেদের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা সব আইনজীবী জেলা জজের খাস খামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়তো আছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো, বিষয়টি আমার বোধগম্য নয়। আমাদের মোট ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে মামলার বাদী ও কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী