হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।

কোটালীপাড়ার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়। শোভাযাত্রায় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ফিতা।

এ সময় অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছে। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ, এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই ভাই।’

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতের আমির মুসনুর আহম্মেদ ও সেক্রেটারি আক্তার দাড়িয়া।

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ