হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।

কোটালীপাড়ার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়। শোভাযাত্রায় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ফিতা।

এ সময় অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছে। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ, এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই ভাই।’

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতের আমির মুসনুর আহম্মেদ ও সেক্রেটারি আক্তার দাড়িয়া।

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ