গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলের মিলের মেশিনে (হলার) কাপড় পেঁচিয়ে বিরু শেখ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গনি শেখের মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিরু শেখের মরদেহ উদ্ধার করে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে সরিষা ভাঙা ছিলেন মিলের শ্রমিক বিরু শেখ। এ সময় মিলে তিনি একাই ছিলেন। হঠাৎ তার গায়ের জামা (সোয়েটার) মিলের মেশিনের সঙ্গে জড়িয়ে হাত মেশিনের ভেতরে ঢুকে যায়।
পরে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ঘটনাস্থলে বিরু শেখের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঘটনাস্থল থেকে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।’