হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন টুকু মীনার (৫৫) ও তাঁর মেয়ে লামিয়া ওরফে ছোটন (১৬)। জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানাধীন গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আগে থেকেই ছোট ভাই টুকুর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। আজ রোববার সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। 

এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা–কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তাঁর মা গুরুতর আহত হয়। তাঁদেরকে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে হারুন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা