হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহাসিন শেখ, সহসভাপতি মোহাম্মদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ফকির, দপ্তর সম্পাদক ফারজানা আক্তার (রুনা), গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাহিদ শেখ, যুব অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি নাদিম মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দল গণঅধিকার পরিষদ। সেই দলের সভাপতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় টুঙ্গিপাড়া, গোপালগঞ্জসহ সারা দেশে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন