হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে তিন শিশুকন্যাসহ গৃহবধূর বিষপান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ। নিজে বিষপানের পর তিন শিশুকন্যাকেও বিষ খাইয়েছেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাদের। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, বছর দশেক আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার লংকারচর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে টিটু মোল্লার সঙ্গে একই উপজেলার খাগড়াবাড়ী গ্রামের শরিফুল শেখের মেয়ে পলি বেগমের বিয়ে হয়। শাশুড়ি সেকেলা বেগম পুত্রবধূ পলিকে তাঁর বাবার একাধিক বিয়ে করা নিয়ে খোঁটা দিয়ে আসছেন। আজ সকালে পলি শাশুড়ির উঠানে জ্বালানি (গাছের পাতা) শুকাতে দেন। এ নিয়ে শাশুড়ি গালমন্দ করেন, বাবার বিয়ের বিষয় নিয়ে আবার বাজে মন্তব্য করেন। একপর্যায়ে দুপুরে আগাছানাশক পান করেন পলি। পরে চামচে করে একে একে আট বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মিমকেও পান করান। পরিবার টের পেয়ে তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান জানান, আগাছানাশক খেয়ে কাশিয়ানী থেকে এক মা ও ৩ মেয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে মা ও বড় মেয়ে শঙ্কামুক্ত হলেও খানিকটা ঝুঁকিতে আছে ছোট দুই মেয়ে।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন