হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো থাকলেও তার মরদেহ বনের ভেতর মাটিতে পড়ে ছিল। পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়ন বেতঝুড়ি গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত নারী সাফিয়া খাতুন (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী কয়েক বছর ধরে সৌদি আরবে রয়েছেন। 

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, নিহতের শ্বশুরবাড়ির পাশে জঙ্গলের ভেতর নারীর মরদেহ দেখতে পায় এক নারী। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো থাকলেও গাছে ঝুলে ছিল না। মাটিতে পড়ে ছিল। 

শ্রীপুর পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নারীর গলায় একটি ওড়না প্যাঁচানো থাকলেও, মরদেহ মাটির নিচে হওয়া অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০