হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: জেলা ছাত্রলীগের সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি ছুড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হৃদয় শেখ ও সিহাব হোসেনের বিষয়ে আগামীকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০