হোম > সারা দেশ > গাজীপুর

টিনের চালে আটকে ছিল বিদ্যুতায়িত যুবকের লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদরে একটি দোকানের টিনের চাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারণা—চাল কেটে দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার মাস্টার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত যুবকের নাম—রাসেল মিয়া (৩০)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার আকবর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার রাতে কোনো এক সময় মাস্টার বাড়ি এলাকায় মোবাইলের চার্জার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দোকানের টিনের চালের ওপর ওঠেন রাসেল মিয়া। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার সকালে পাশের একটি বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দোকান মালিককে কল দিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দোকানের মালপত্র চুরি করার জন্য রাসেল মিয়া টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০