হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীরগতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর অংশের ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি একটি স্লিপারের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একটি স্লিপার। একপাশে হেলে পড়েছে লাইন। ট্রেন চলাচলের সময় ফাটল অংশ ওপর-নিচ থেকে দেখা যায়। জামালপুর কমিউটার ও আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন দুটি ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথের দায়িত্বে থাকা গফরগাঁওয়ের প্রকৌশলী বিভাগের মিস্ত্রি সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রেললাইনে ফাটলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্লিপারের নিচে একটি কাঠের অংশ দিয়ে লাইন সমতল করা হচ্ছে। পাশাপাশি ভাঙা অংশ মেরামতের জন্য নতুন লাইন বসানোর প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তি না থাকায় মেরামতের কাজ করতে অনেক সময় অপচয় হয়।

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আহমেদ বলেন, ‘রেললাইনে ফাটল দেখা দেওয়ার কারণে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন চলাচল করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।’

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা