গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করে। তাঁকে সদর থানায় নেওয়া হয়েছে।’