হোম > সারা দেশ > গাইবান্ধা

নদীতে চার বন্ধুর লাফ, ভেসে উঠল ১ জনের মরদেহ

গাইবান্ধা ও পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার ছলে চার বন্ধু ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। তিন বন্ধু তিরে এলেও একজন নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর আহসান হাবিব (১২) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

আজ সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুর ১২টার দিকে হাবিব মিয়াসহ তার তিন বন্ধু ব্রিজ থেকে পানিতে লাফ দিয়েছিল। এরই মধ্যে আহসান হাবিব সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরি দল এসে অনুসন্ধান শুরু করে। এ সময় ঘটনাস্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি খুব বেদনাদায়ক। ভবিষ্যতে এমন ঘটনায় এড়াতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার