হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলা

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

জাহিদ হাসান জীবন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহিদ জানিয়েছেন, রাতে দুলাভাইসহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি জানান, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহিদ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলীর ছেলে।

জাহিদ বলেন, ‘রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন। তাঁদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন। পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যান।’ তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নিয়ে কাজ করছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে।’ তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার