হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলা

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

জাহিদ হাসান জীবন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহিদ জানিয়েছেন, রাতে দুলাভাইসহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি জানান, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহিদ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলীর ছেলে।

জাহিদ বলেন, ‘রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন। তাঁদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন। পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যান।’ তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নিয়ে কাজ করছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে।’ তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

গাইবান্ধার ৫টি আসন: দুর্গ দখলে মরিয়া দুই দল

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাঘট নদের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু: ২০ হাজার মানুষের দুর্ভোগ

সুন্দরগঞ্জে নাশকতার মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২