গাইবান্ধার সাদুল্যাপুরে ইটবাহী ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় এনামুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে এনামুল মোটরসাইকেল চালিয়ে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মিয়ার বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন খন্দকার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বেলা ৩টা পর্যন্ত তাঁরা থানায় ফেরেননি। ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।