হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় হাওরে মাদকসহ ৩৯ ‘কিশোর দরবেশ’ আটক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাভ্রমণে ডিজে গান বাজানো, মাদক সেবনের অভিযোগে ৩৯ ‘কিশোর দরবেশ’কে (কিশোর গ্যাং) আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতুতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদের আটক করে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ সদস্য সাদা রঙের একই রকম পোশাক পরে হাওরের ভাসান পানিতে ভাড়া নৌকা নিয়ে ঘুরতে যায়। তারা নৌকায় মদ খেয়ে মাতলামি করে এবং উচ্চ স্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে।

এ সময় ইটনা ক্যাম্পের যৌথ বাহিনী বর্শিকুড়া সেতু এলাকায় অভিযানে চালিয়ে এদের আটক করে। এ সময় ২০টি মদের (খালি) বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা, একটি ধারালো ছুরি ও ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।

পরে, ১৮ বছরের কম হওয়ায় ৩৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি দুজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, দুজনের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি