হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে শিশুর লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে একটি ভাড়া বাসা থেকে নুসরাত নামে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী এ কথা নিশ্চিত করেন।

আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে। তিনি নরসিংদীর বেলাব থানার নীলখিয়া গ্রামের ওমর ফরুকের স্ত্রী। মৃত শিশুটি ওমর ফারুক ও আয়েশা খাতুনের মেয়ে।

পুলিশ জানায়, এক মাস আগে পরকীয়া প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে পৌর শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় ওঠেন আয়েশা খাতুন। আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ঈদুল আজহা উপলক্ষে আলমগীর তাঁর নিজ বাড়ি টানকৃষ্ণনগর এলাকায় যান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মা আয়েশা খাতুন চিৎকার-চেঁচামেচি করে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশীসহ সবাইকে জানান। মৃত্যুটি অস্বাভাবিক সন্দেহ করে মা আয়েশা খাতুনকে পুলিশে সোপর্দ করেন বাড়ির মালিক শাহীন কবীর। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মা আয়েশা খাতুনকে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার (৮ জুন) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ওসি ফোয়াদ রুহানী বলেন, এ ঘটনায় আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদা কালাম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা