হোম > সারা দেশ > গাজীপুর

মে দিবসে কারখানা খোলা, হাজিরা কাটার ভয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানা খোলা রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দিয়েছেন। 

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, ‘আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে। গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি। আজ ভোর ৬টার দিকে বাসায় যাই। এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।’ 

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতিবছর মে দিবসেই কারখানা খোলা রাখা হয়। আজকের ছুটি আগামী ঈদুল আজহার ছুটির সঙ্গে যোগ করা হবে। আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে। 

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের কারখানা বন্ধ। আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম। শ্রমিকেরা কোন আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।’ 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, খোলা রাখার বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। 

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানা খোলা রাখার বিষয়ে আমার জানা ছিল না। আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির