হোম > সারা দেশ > গাজীপুর

মে দিবসে কারখানা খোলা, হাজিরা কাটার ভয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানা খোলা রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দিয়েছেন। 

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, ‘আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে। গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি। আজ ভোর ৬টার দিকে বাসায় যাই। এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।’ 

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতিবছর মে দিবসেই কারখানা খোলা রাখা হয়। আজকের ছুটি আগামী ঈদুল আজহার ছুটির সঙ্গে যোগ করা হবে। আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে। 

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের কারখানা বন্ধ। আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম। শ্রমিকেরা কোন আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।’ 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, খোলা রাখার বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। 

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানা খোলা রাখার বিষয়ে আমার জানা ছিল না। আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে