হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের গুলিতে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে পুলিশের গুলিতে মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করছে। তা ছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক আমরা তাদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনা নতুন নয়। এই শ্রমিকেরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীজন। তাদের স্বার্থরক্ষার্থে সবাইকে উদ্যোগী, আন্তরিক ও যৌক্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সংগঠনটি। 

এদিকে আন্দোলনরত গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির