হোম > সারা দেশ > গাজীপুর

আপত্তিকর ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, শ্রীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রী প্রেমিকের হুমকিতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রী প্রেমিকের হুমকিতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক তাকে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে পরিবারের দাবি।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে। নিহত সাদিয়া আফরিন (১৬) ওই গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, `গতকাল রাতে খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলে দেখি সে জানালার গ্রিলে ঝুলছে।’

নাসিমা খাতুন আরও বলেন, ‘ওয়াদ্দা দীঘিরপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। মেয়ে জানায়, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, ছবি ও ভিডিও তুলেছে। মেয়েটা ছেলেকে এগুলো মুছে ফেলতে বললে সে উল্টো ভয় দেখাতে থাকে—ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। এরপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, চিন্তায় ডুবে থাকত। দুদিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়, কিন্তু মেয়ে রাজি না হওয়ায় ফের হুমকি দেয়। আমার অবুঝ মেয়ের জীবন শেষ করে যদি সেই ছেলে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়, তা হতে দিতে পারি না। আমি আইনের আশ্রয় নেব।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু