গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপরীতের ২ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দীন।
নির্বাচন কর্মকর্তা জানান, আজ দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোপালপুর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী শৈলেন্দ্রনাথ বাইন এবং ডুমুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা বসার গাজী, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালবাহাদুর বিশ্বাস প্রমুখ।