হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এলাকার আটটি বসতবাড়ি, একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পেঁয়াজের বীজসহ বাড়ি ঘরে লুটপাটের ঘটনাও ঘটেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘারুয়া ইউনিয়নের গংগাধরদী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্ব দেন ঘারুয়া ইউনিয়নের গংগাধরদী গ্রামের মতিয়ার রহমান। অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের মান্নান মোল্লা। 

গতকাল শুক্রবার গংগাধরদী গ্রামের মৃত চুন্নু মুন্সীর ফয়তা উপলক্ষে তাঁর পরিবার এলাকার লোকজনের জন্য দুপুরের খাবারের আয়োজন করে। দাওয়াত খেয়ে ফেরার পথে মান্নান মোল্লার পক্ষের ইয়াছিন নামের এক ব্যক্তিকে মতিয়ারের পক্ষের লোকজন মারধর করে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যার পরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার সকাল ৭টার দিকে দু’পক্ষের শত শত লোক ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষের সময় মান্নান মোল্লা, মামুন শেখ, শাজাহান শেখ, জলিল চোকদারের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি, সুজন চোকদারের মোটরসাইকেল, পিকআপ, জসিম মিয়ার দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। 

শাজাহান শেখ জানান, তাঁর বাড়ি থেকে কমপক্ষে ২০ লাখ টাকা মূল্যের ২৫ মন পেঁয়াজের বীজ লুট করা হয়েছে। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবারের সংঘর্ষের ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন আহত রোগী ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন-জসিম শেখ (৩২), লুৎফর মিয়া (৪৫) ও সুজন মোল্লা (২৪)। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে সংঘর্ষ থামিয়েছে। শনিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।’ 

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই