হোম > সারা দেশ > ঢাকা

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল: আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন ৩৬ শিক্ষার্থীর অভিভাবক। বিষয়টি আজ বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে উঠলে সময় আবেদন করেন রিটকারী পক্ষের আইনজীবী। 

পরে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। 

৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ৬ মার্চ হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেছেন। আদালত আগামী সোমবার শুনানির জন্য দিন ধার্য করেছেন। 

এর আগে ৬ মার্চ ভিকারুননিসার প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। 

ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। 

এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন