হোম > সারা দেশ > ঢাকা

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল: আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন ৩৬ শিক্ষার্থীর অভিভাবক। বিষয়টি আজ বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে উঠলে সময় আবেদন করেন রিটকারী পক্ষের আইনজীবী। 

পরে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। 

৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ৬ মার্চ হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেছেন। আদালত আগামী সোমবার শুনানির জন্য দিন ধার্য করেছেন। 

এর আগে ৬ মার্চ ভিকারুননিসার প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। 

ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। 

এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ