সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ১১ বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নাসির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১ টায় ভুক্তভোগীর মা সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকার মোখলেছ মালিকানাধীন ভাড়া বাসা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির গ্রামের বাড়ি বরিশালে।
ভুক্তভোগীর মা বলেন, `গত ২৬ জুন বিকেলে পুরোনো বাসা পরিবর্তন করে মোখলেছ মিয়ার বাড়িতে নতুন বাসা ভাড়া নিয়ে ঘরের মালামাল নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। এ সময় আমার মেয়েকে নতুন বাসায় রেখে আসি। নতুন বাসায় একা পেয়ে পাশের ঘরের ভাড়াটিয়া মো. নাসির আমার মেয়েকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য আমার মেয়েকে হুমকি দেয়। আমি বাসায় গেলে আমার মেয়ে আমাকে বিষয়টি জানায়। পরে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন।'
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।