হোম > সারা দেশ > গাজীপুর

‎চাকরির খোঁজে রোহিঙ্গা কিশোর টঙ্গীতে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আটক রোহিঙ্গা কিশোর রশিদুল্লাহ রশিদ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা কিশোর। ‎শুক্রবার রাতে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় ওই কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে স্থানীয় লোকজন। পরে কিশোরকে পুলিশে দেওয়া হয়।

‎‎ওই কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বাস করত। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।

‎‎পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রশিদুল্লাহর। পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে শুক্রবার সকালে টঙ্গীতে চলে আসে। রাতে টঙ্গীর মোক্তারবাড়ী এলাকায় ঘোরাফেরা করতে থাকলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোর রোহিঙ্গা নৃগোষ্ঠীর বলে নিশ্চিত হওয়া যায়।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। শুক্রবার গভীর রাতে তাকে থানায় আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ ও কিশোরের পরিবারের সদস্যরা রশিদুল্লাহকে নিতে আসছে।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব