হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল ধ্বংস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খাল বিলে অবৈধ চায়না জাল ফেলে রেখে দেশি প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এ ছাড়া এই জালে মাছের সঙ্গে আটকা পড়ে খাল বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন