হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আসাদুজ্জামানকে যোগদানের দুই দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (বুধবার) ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সিলেট রেঞ্জে বদলি হন। ওই দিনই এসএম আসাদুজ্জামান ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে আসাদুজ্জামান বলেন, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করিলে এর দায়-দায়িত্ব ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করিবে না।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

এরপর শুক্রবার (৮ এপ্রিল) ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘বিতর্কিত মন্তব্য করায় ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগ দেওয়া ওসি এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় দ্বিতীয় কর্মকর্তা শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করবেন।’

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী