হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আসাদুজ্জামানকে যোগদানের দুই দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (বুধবার) ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সিলেট রেঞ্জে বদলি হন। ওই দিনই এসএম আসাদুজ্জামান ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে আসাদুজ্জামান বলেন, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করিলে এর দায়-দায়িত্ব ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করিবে না।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

এরপর শুক্রবার (৮ এপ্রিল) ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘বিতর্কিত মন্তব্য করায় ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগ দেওয়া ওসি এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় দ্বিতীয় কর্মকর্তা শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করবেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন