হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে প্রবেশের চেষ্টা, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্ষে (কেবিনে) প্রবেশের চেষ্টাকালে আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম সুজন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত রোববার তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রোববার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছে, কেন এই যুবক হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেছিল তা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এর আগে গত শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন