গতকাল মধ্যরাতে বাড়ি থেকে আটকের পর ঢাকা ও লক্ষ্মীপুরের দুটি আলাদা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আদালতে পাঠিয়েছে ধানমন্ডি মডেল থানার পুলিশ। নাশকতার অভিযোগে করা এ দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার মধ্যে একটি ধানমন্ডি থানায় দায়ের হওয়া নাশকতা মামলা, অপরটি লক্ষ্মীপুর জেলার একটি মামলা। এ দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর ১২টায় তাঁকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে তাঁর সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গত ২৫ মে রাজধানীর ধানমন্ডিতে নাশকতার মামলায় ৩০ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে ‘দরজা ভেঙে’ এ্যানিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে আজ বুধবার সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, বুধবার সকাল ১০টার পর এ্যানির ভাইকে পুলিশ জানিয়েছে, এ্যানি ধানমন্ডি থানায় নেই। কোথায় আছে তারা জানে না।
এদিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে দরজা ভেঙে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ এক প্রতিক্রিয়ায় তিনি এই নিন্দা জানান।
রিজভী বলেন, চারদিক থেকে সরকারপতনের আওয়াজ ওঠায় তারা বেসামাল হয়ে আবারও গ্রেপ্তার, নির্যাতন ও ফরমায়েশি রায়ের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের সাজা দেওয়া শুরু করেছে। কিন্তু এসব করে তাদের শেষ রক্ষা হবে না।