হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ, বাড়ির পাশে বাজারের ব্যাগে মিলল শিশুর লাশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

সাফায়াত সাজিদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর সাফায়াত সাজিদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্ৰাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্ৰামের নানাবাড়ি থেকে নিখোঁজ হয়। আজ বুধবার ভোরে বাড়ির পাশেই বাজারের ব্যাগে সাফায়াত সাজিদের মরদেহটি পাওয়া যায়। সে দস্যুনারায়ণপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. সোহাগ মিয়ার একমাত্র ছেলে। সাজিদ কাপাসিয়ার বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমিতে নার্সারিতে পড়ত।

সাজিদের নানা মজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবারে মেয়ে ও নাতি তাঁর বাড়ি বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তার মাকে নিয়ে নদীর পার দিয়ে খুঁজতে বের হই। পরে ফেরার পথে বাড়ির পাশে বালুর গদির কাছে বাজারের ব্যাগে তার মৃতদেহ পাওয়া যায়।’

সাজিদের মৃত্যুর খবরে তাদের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, কিছু দিয়ে তার গলায় আঘাত করা হয়েছে। সেই আঘাতেই তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল