হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আগুন পুড়ল কলোনির প্রায় ৮০ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কলোনির ৮০টি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে। 

কলোনির বাসিন্দারা জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার, সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে প্রথমে সারোয়ারের কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০–৮০টি ঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে কলোনিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু