হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আগুন পুড়ল কলোনির প্রায় ৮০ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কলোনির ৮০টি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে। 

কলোনির বাসিন্দারা জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার, সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে প্রথমে সারোয়ারের কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০–৮০টি ঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে কলোনিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন