হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আগুন পুড়ল কলোনির প্রায় ৮০ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কলোনির ৮০টি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে। 

কলোনির বাসিন্দারা জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার, সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে প্রথমে সারোয়ারের কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০–৮০টি ঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে কলোনিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই